হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ দায়িত্বভার গ্রহণ করেছে। রবিবার সকালে মিলাদ ও দোয়ার মাধ্যমে নবনির্বাচিত ইউপি চেয়াম্যান আলহাজ¦ কাজী নুরুর রহমান বেলাল ও ১২জন ইউপি সদস্য দায়িত্ব গ্রহণ করেন। এ সময় ফুল দিয়ে বিজয়ীদের বরণ ও বিজিতদের বিদায় দেয়া হয়।
ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলিটারী নবনির্বাচিত চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলালকে দায়িত্ব বুঝিয়ে দেন।
নব-নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল।
বক্তব্য রাখেন কাকৈরতলা জনতা কলেজের সভাপতি মোশাররফ হোসেন, ব্যারিস্টার মোয়াজ্জেম হোসেন, সাবেক প্রধান শিক্ষক আলহাজ¦ মোহাম্মদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী অলিউল্যাহ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুনসুর আহমেদ বিপ্লব, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুবলীগ নেতা আবদুর রাজ্জাক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফিরোজ আহমেদ ভূইয়া, সাধারণ সম্পাদক রাসেল হোসেন।
ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ¦ হাফেজ মফিজুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও উপস্থাপক মো. ইউনুছ।