শুক্রবার সকালে হাজীগঞ্জ প্রেসকাব ও হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা প্রয়াত মাহবুবুল আলম চুননু’র কবর যিয়ারত করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য, বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক ও আন্তর্জাতিক জ্বালানী বিশেষজ্ঞ ইঞ্জি. মোহাম্মদ হোসাইন।
এছাড়াও তিনি হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম হারুনুর রশিদ মুন্সী ও মুক্তিযুদ্ধা পরিবারের সন্তান ও বিশিষ্ট সমাজ সেবক লাতু পাটওয়ারীর শেয়ালক সাবেক ছাত্রনেতা মরহুম সামু’র রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন । এসময় তিনি তাদের পরিবারের সাথে দেখা করে গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আ’লীগ নেতা নুরুল ইসলাম, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন, অর্থ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সাফিউল বাসার রুজমন, নেছার পাটোয়ারী, সুমন, শাহজালাল ও সাব্বির।