মো. জহির হোসেন:
চাঁদপুরের হাজীগঞ্জে প্রায় ৪’শ অসহায়, দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার)। স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার বিকেলে হাজীগঞ্জ সরকারি পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে তিনি এ কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, দেশে আবারো করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আপনাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করো চলা-ফেরা করতে হবে। সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করতে হবে। বিনাপ্রয়োজনে বাহিরে ঘুরা-ঘুরি করা যাবেনা।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল মো. সোহেল মাহমুদ, ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন কাজী, হাজী কাজী কবির হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুন্সি মো. মনির প্রমূখ।
কম্বল বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ।