চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে বাকিলা ইউনিয়নে ব্যালট নিয়ে অবৈধভাবে জালভোট দেয়ার অভিযোগে মো. সফিক ও আনোয়ার হোসেন নামে দুইজনকে ১ বছর করে কারাদন্ড এবং পারভেজ নামে আরেকজনকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত।
রবিবার (২৬ ডিসেম্বর) শেষ বিকেলে হাজীগঞ্জ থানায় সংক্ষিপ্ত আদালত পরিচালনা করে কারাদণ্ড প্রদান করেন চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান।
হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, ২নম্বর বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া ভোট কেন্দ্রে অবৈধভাবে ব্যালট নিয়ে ভোট দেয়ার অপরাধে সফিক ও আনোয়ার নামের দুজনকে আটক করে পুলিশ এবং লোধপাড়া কেন্দ্রে অবৈধভাবে জাল ভোট দেয়ার অপরাধের পারভেজ নামের একজনকে আটক করা হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১০ এর ধারা ক,ঘ ও ঙ অনুযায়ি এ সাজা প্রদান করা হয়।
চতুর্থ ধাপে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১টি ও শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে হাজীগঞ্জ একটি ও শাহরাস্তিতে দু’টি ইউনিয়নে এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।