হাজীগঞ্জ ফোরামের উদ্যোগে বিজয়ের সুবর্ণজয়ন্তী হাজীগঞ্জ হানাদার মুক্ত দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮
ডিসেম্বর বুধবার বিকেলে ৯দিন ব্যাপী আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতি উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক।
বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং হাজীগঞ্জ হানাদার মুক্ত দিবস উদযাপনের মধ্য দিয়ে সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন হাজীগঞ্জ ফোরামের কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
৯দিন ব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনীয় দিনে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ ফোরামের প্রতিষ্ঠাতা ড. আলমগীর কবির পাটওয়ারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাজীগঞ্জ ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়িত হলে চাঁদপুর জেলা আলোকিত হবে। সামাজিক অঙ্গনে
আমরা আসলেই ভাগ্যবান এ অঞ্চলে যিনি অভিভাবক আছেন তিনি একজন মহান মুক্তিযুদ্ধের সংগঠক মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম। তিনি শুধু মুক্তিযোদ্ধা নন, মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন। বাংলাদেশ যে উদ্দেশ্য নিয়ে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে তা আজ বাস্তবায়িত হচ্ছে। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বিজয় ছিনিয়ে এনেছে। দেশ স্বাধীন হওয়ার কারণে আজ এদেশে উন্নয়নের শিখরে পৌঁছে যাচ্ছে। দেশে যে ব্যাপক হারে উন্নয়ন হচ্ছে তা উন্নত বিশে^র দেশগুলোর কাতারে বাংলাদেশ জায়গা করে নিয়েছে। হাজীগঞ্জ ফোরামের যে সকল লক্ষ ও উদ্দেশ্য বাস্তবায়িত হলে চাঁদপুর জেলা আলোকিত হবে। মানুষের কল্যানের পাশাপাশি জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারবে। হাজীগঞ্জ ফোরামের সকল লক্ষ উদ্দেশ্য বাস্তয়ান করতে পারলে এ অঞ্চলের মানুষ নিঃসন্দেহে কল্যাণ ভোগ করতে পারবে।
উদ্বোধকের বক্তব্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক বলেন, হাজীগঞ্জ ফোরামের উদ্দ্যেশ খুবই চমৎকার। স্বাধীনতার মাসে এমন একটি সামাজিক সংগঠনের অগ্রযাত্রায় আমি তার সাফল্য কামনা করি।
তিনি বলেন, হাজীগঞ্জ ফোরামের সকল কাজে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে।
মো. জাহিদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত মো. ইব্রাহিম খলিল, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সেলিম, হাজীগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বী, হাজীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শরীফ মোল্লা প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটেশনারী পরিদর্শক শামছুল ইসলাম রমিজ, হাজীগঞ্জ প্রেসকাবের সদস্য অধ্যাপক এসএম চিশতী, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন চৌধুরী, চাঁদপুর জেলা স্কাউটের যুগ্ম-আহবায়ক মো. মাসুদ খান, পপুলার বিডি নিউজের সম্পাদক মনিরুজ্জামান বাবলু, হাজীগঞ্জ প্রেসকাবের সাংগঠনিক সম্পাদক এসএম মিরাজ মুন্সী, ত্রাণ ও দূযোর্গ বিষয়ক সম্পাদক গাজী মহিনউদ্দিন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সুজন দাস, সাংবাদিক মজিবুর রহমান রনি, মো. মজিব পাটওয়ারী, জহির হোসেন, নুরে আলম রাফী প্রমুখ।