স্টাফ রিপোর্টার:
হাজীগঞ্জে সুস্থ্য ও শান্তিপূর্ণ পরিবেশে ইউপি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে আশ^স্ত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত (সার্কেল) সোহেল মাহমুদ পিপিএম। শনিবার সকালে হাজীগঞ্জ থানায় আওয়াজিত ওপেন হাউজ ডে’তে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আগামী ২৩ ডিসেম্বর হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে অনুষ্ঠিত ইউপি নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। কোন ভাবেই কাউকে ছাড় দেয়া হবেনা।
তিনি মাদক ও কিশোর গ্যাং প্রসঙ্গে বলেন, সবাই বক্তব্যে একটা কথাই বলেছেন, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ। মাদকের বিরুদ্ধে হাজীগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। আমরা প্রতিদিনই মাদকের বিরুদ্ধে অভিযান করছি এবং মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের আটক করছি। এ অভিযান অব্যাহত থাকবে।
কিশোর গ্যাং প্রসঙ্গে সোহেল মাহমুদ বলেন, যাদেরকে আজকে আমরা কিশোর গ্যাং বলছি। এরাতো আমাদেরই কারোনা কারো সন্তান, তাহালে আমরাইতো এদের নিয়ন্ত্রণ করতে হবে। শুধু পুলিশ দিয়ে কিশোর গ্যাং নিয়ন্ত্রণা করা সম্ভব নয়। এ ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি হিন্দু-মুসলিম সম্প্রীতি প্রসঙ্গে বলেন, বাংলাদেশের সম্প্রীতি হাজার বছরের ইতিহাসে। এদেশে মুসলিম-হিন্দু আমরা সবাই এক সাথে বস-বাস করছি। গত ১৩ অক্টোবর হাজীগঞ্জে যে ন্যাক্কার জন্য ঘটনা ঘটানো হলো এর পুনরাবৃত্তি যেনো না ঘটে সে দিকে সবাই লক্ষ রাখতে হবে।
তিনি বলেন, মাত্র ৬০জন পুলিশ দিয়ে ৪ লক্ষ মানুষকে পাহারা দেয়া সম্ভব নয়। এ জন্য কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদেরও কাজ করতে হবে।
তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্ম উদার ধর্ম। হযরত মুহাম্মদ (সা.) শান্তির বাণী প্রচার করেছেন। তিনি কখনো অন্য ধর্মের প্রতি আঘাত করেননি। এদেশের যারা অন্য ধর্মালম্বী রয়েছে তারা আমাদের প্রতিবেশী। মুসলমা হিসেবে অবশ্যই প্রতিবেশীরে প্রতি হক আদায় করতে হবে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি রোটা. আলী আশরাফ দুলাল, সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী সমিতির সভাপতি রোটা. আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুন্সি মো. মনির, হাজীগঞ্জ প্রেসকাবের সভাপতি গাজী সালাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এস এম মিরাজ মুন্সি, বড়কুল পুর্ব ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আহসান হাবিব, মানবাধিকার কর্মী সাবিহা সুলতানা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হারুনুর রশিদ, আবদুল হালিম মিজান, জহিরুল ইসলাম বাবুল, আবদুল খালেক, হাজী আবুল কালাম, আলী আশরাফ স্বর্ণকার, গাজী নাছিরউদ্দিন, শাহাদাত হোসেন মিশু।