গাজী মহিনউদ্দন:
চাঁদপুরের হাজীগঞ্জে মঙ্গলবারে করোনা উপসর্গ নিয়ে আরও ৪জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের আনোয়ার হোসেন মল্লিক (৬৫), ৩নং কালচোঁ ইউনিয়নের রাজাপুর গ্রামের সুনিল চন্দ্র দেবনাথ (৫৫) পৌর এলাকার টোড়াগড় গ্রামের আবুল কাশেম (৫৫) ও খাটরা বিলওয়াই সিদ্দিক কাজীর ছেলে সাগর কাজী ঢাকায় নিহত হয়েছে। তারা জ্বর-সর্দিতে ভুগছিলেন বলে স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি নিশ্চত করেছেন। তবে সাগর কাজী সুস্থ্য হওয়ার পর মঙ্গলবার সকালে ঢাকার বাসায় মৃত্যুবরণ করেন। সে ঢাকার ওয়াইজঘাট এলাকায় ফলের ব্যবসা করতেন।
এ পর্যন্ত হাজীগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া জানান, মৃত ব্যক্তিদের দাফন ও সৎকারে উপজেলা দাফন কমিটি ইসলামীক ফাউন্ডেশান এবং হাসপাতালের সেনিটারী অফিসারের সাথে সমন্বয় করে কাজ করছে।
তিনি আরো জানান, করোনা উপসর্গে মৃতদের দাফন ও সৎকারের জন্য আমাদের পর্যাপ্ত পিপিই বরাদ্ধ আছে। এনিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোন কারণ নেই।