সাইফ:
সামাজিক দূরত্ব বজায় রেখে সাবেক এমপি এম এ মতনের জানাযা অনুষ্ঠিত হবে বলে জানান, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ড. আলমগীর কবির পাটওয়ারী।
মুঠোফেনে তিনি জানান, এম এ মতিন স্যারের নিজ বাড়ী হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামের মুন্সী বাড়ীতে মৃত্যুদেহ আসলেই জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বর্ষিয়ান এই রাজনীতিবিদকে।
তিনি আরো জানান, রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে জামে মসজিদে জানাজা শেষে বাড়ির উদ্দেশ্যে লাশ নিয়ে গাড়ী রওয়ানা হয়েছে পথে বিএনপির কেন্দ্রীয় পার্টি অফিসের সম্মুখে নেয়া হবে ও শাহরাস্তি উপজেলায় নেতা-কর্মীরা ফুলেল শ্রদ্ধা জানাতে অপেক্ষা করছে। তবে সব কিছুই সামাজিক দূরত্ব বজায় রেখে করা হবে।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন রনি জানান, করোনা সংক্রামন রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
বর্ষিয়ান রাজনীতিবিদ এম এ মতিন ১৯৪৩ সালের ১৪ই মার্চ চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব খান সাহেব জুনাব আলী মুন্সী তদানীন্তন পাকিস্তান আইন পরিষদের সদস্য ছিলেন। সেই সময় খান সাহেব খেতাবে ভূষিত হয়েছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল সোয়া ৯টায় এম এ মতিন বার্ধক্যজনিত কারনে উত্তরার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।