হাজীগঞ্জ, ২৫ মে, সোমবার:
সামাজিক দূরত্ব বজায় রেখে চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ঈদুল ফিতরের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়েছে সকাল ৬টায়।
জামায়াতের ২০ মিনিট পূর্বে মসজিদের ভেতর, দ্বিতীয় তলা মুসল্লিরা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। প্রথম জামায়াতের ইমামতি করেন হাফেজ মহিউদ্দিন আল মামুন।
ঈদুল ফিতরের প্রথম জাময়াতে অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন ও আহমাদ আলী পাটওয়ারী ওয়াক্ফ এস্টেটের ভারপ্রাপ্ত মোতাওয়াল্লি প্রিন্স শাকিল আহমেদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
ঈদের জামায়াত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।