হাজীগঞ্জ অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ইসলামী আন্দোলন

  • আপডেট: ০৫:১৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
  • ২৪

মোহাম্মদ হাবীব উল্যাহ:

হাজীগঞ্জে এবার অসহায় কৃষকের ধান কেটে দিলো ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলার শাখার নেতৃবৃন্দ। শনিবার দিনব্যাপী পৌরসভানী ৮নং ওয়ার্ডের টোরাগড় মাঠে কৃষক আনোয়ার হোসেনের ধান কাটেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ।

সারা দেশে ইরি-বোরো ধানা কাটা শুরু হয়েছে। কিন্তু করোনা আতংকে লোকজন সেলফ কোয়ারেন্টাইনে এবং যানবাহন বন্ধ থাকায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ অসহায় হয়ে পড়েছে। বিশেষ করে ধান কাটার শ্রমিক খুঁজে না পাওয়ায় কৃষকরা দুর্ভোগ পোহাচ্ছেন সবচেয়ে বেশি। তাই এই করোনা পরিস্থিতিতে কৃষকের পাশে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীরের আহ্বানে এবং জেলা নেতৃবৃন্দের নির্দেশনায় অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছেন বলে জানান ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। ধানা কাটায় ইসলামী আন্দোলনসহ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

দেখা গেছে, করোনা আতঙ্কে লোকজন যেখানে ঘরবন্দী, সেখানে কাঠফাটা রোদে স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে কৃষকের পাশে দাঁড়িয়েছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। তারা শ্রমিকবেশে কাজ করছেন মাঠে, কাস্তে হাতে কাটছেন জমির পাকা ধান, মাথায় বয়ে নিয়ে তুলে দিচ্ছেন কৃষকের ঘরে ঘরে। এতে কৃষকসহ ওইসব এলাকায় প্রশংসা কুড়িয়েছে ইসলামী আন্দোলন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসেন প্রধানীয়ার নেতৃত্বে ধান কাটায় অংশ নেন উপজেলা সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল গাজী, জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক আবুল বাসার তালুকদার, সহ-সভাপতি বোরহান উদ্দিন, উপজেলা যুব আন্দোলনের মাও. শাহদাত হোসেন প্রমুখ।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

হাজীগঞ্জ অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ইসলামী আন্দোলন

আপডেট: ০৫:১৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০

মোহাম্মদ হাবীব উল্যাহ:

হাজীগঞ্জে এবার অসহায় কৃষকের ধান কেটে দিলো ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলার শাখার নেতৃবৃন্দ। শনিবার দিনব্যাপী পৌরসভানী ৮নং ওয়ার্ডের টোরাগড় মাঠে কৃষক আনোয়ার হোসেনের ধান কাটেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ।

সারা দেশে ইরি-বোরো ধানা কাটা শুরু হয়েছে। কিন্তু করোনা আতংকে লোকজন সেলফ কোয়ারেন্টাইনে এবং যানবাহন বন্ধ থাকায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ অসহায় হয়ে পড়েছে। বিশেষ করে ধান কাটার শ্রমিক খুঁজে না পাওয়ায় কৃষকরা দুর্ভোগ পোহাচ্ছেন সবচেয়ে বেশি। তাই এই করোনা পরিস্থিতিতে কৃষকের পাশে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীরের আহ্বানে এবং জেলা নেতৃবৃন্দের নির্দেশনায় অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছেন বলে জানান ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। ধানা কাটায় ইসলামী আন্দোলনসহ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

দেখা গেছে, করোনা আতঙ্কে লোকজন যেখানে ঘরবন্দী, সেখানে কাঠফাটা রোদে স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে কৃষকের পাশে দাঁড়িয়েছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। তারা শ্রমিকবেশে কাজ করছেন মাঠে, কাস্তে হাতে কাটছেন জমির পাকা ধান, মাথায় বয়ে নিয়ে তুলে দিচ্ছেন কৃষকের ঘরে ঘরে। এতে কৃষকসহ ওইসব এলাকায় প্রশংসা কুড়িয়েছে ইসলামী আন্দোলন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসেন প্রধানীয়ার নেতৃত্বে ধান কাটায় অংশ নেন উপজেলা সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল গাজী, জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক আবুল বাসার তালুকদার, সহ-সভাপতি বোরহান উদ্দিন, উপজেলা যুব আন্দোলনের মাও. শাহদাত হোসেন প্রমুখ।