পাখির প্রতি মমতা, বাসা রেখেই ফসল তুললেন চাষি

  • আপডেট: ০৮:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০
  • ২৭

অনলাইন ডেস্ক:

করোনাময় দিন-দুনিয়া। গোটা বিশ্বে এক এবং একমাত্র আলোচনার বিষয় এই মারণ ভাইরাস। বাস্তবেই হতাশাময় হয়ে উঠছে মানুষের জীবন। তবু তারই মধ্যে এমন কিছু ঘটনা, ছবি সামনে এসে পড়ে, তাতে মন ভালো হতে বাধ্য। এরকমই এক ছবি সামনে এল সোশ্যাল মিডিয়ার দৌলতে।

ধানের খেত থেকে সমস্ত ফসল তোলা হয়ে গেলেও কিছুটা জায়গায় রয়ে গিয়েছে ধানগাছ। কেন? কারণ ওই জায়গাটিতে বাসা বানিয়েছে পাখি। আর সেই বাসাতে বেশ কয়েকটি ডিম রয়েছে। সেই ডিমগুলি যাতে নষ্ট না হয়ে যায়, যাতে পৃথিবীতে আসতে পারে নতুন প্রাণ, সেই কারণেই কৃষক সেই অংশটুকুর ধান কাটেননি। এমন মানুষও আছেন!

ছবিটিতে দেখা যাচ্ছে, ধানের খেত থেকে সমস্ত ফসল তোলা হয়ে গেলেও কিছুটা জায়গায় রয়ে গিয়েছে ধানগাছ। কেন? কারণ ওই জায়গাটিতে বাসা বানিয়েছে পাখি। আর সেই বাসাতে বেশ কয়েকটি ডিম রয়েছে। সেই ডিমগুলি যাতে নষ্ট না হয়ে যায়, যাতে পৃথিবীতে আসতে পারে নতুন প্রাণ, সেই কারণেই কৃষক সেই অংশটুকুর ধান কাটেননি।

ছবিটি দেখে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সেই মানুষটিকে। এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘কৃষক চাইলেই ধানগুলো কেটে ফেলতে পারতেন, কিন্তু মানবিক কারণে পাখির বাসার অংশের ধান না কেটে এভাবেই রেখে গিয়েছেন। অন্য প্রাণীর উপর আধিপত্য বিস্তার আমাদের শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। এক শ্রেণীর মানুষ প্রকৃতির জন্য ভালোবাসা দেখিয়ে উদাহরণ সৃষ্টি করেন। প্রকৃতির ভারসাম্য বজায় থাকুক।’

অপর একজন লিখেছেন, ‘পৃথিবীতে এখনও এমন মানুষ আছেন দেখে ভালো লাগছে। এই হিংসার পৃথিবীতে জীবজন্তুরা নিরাপদ নয়। তবে কিছু মানুষ এখনও মানুষই আছেন। তাঁরাই পশুপাখিদের রক্ষা করেন।’

সোশ্যাল মিডিয়ায় ঘুরলেও ছবিটি কোথাকার বা সেই চাষি মানুষটির পরিচয় জানা সম্ভব হয়নি।

facebook sharing button Share
Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

পাখির প্রতি মমতা, বাসা রেখেই ফসল তুললেন চাষি

আপডেট: ০৮:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০

অনলাইন ডেস্ক:

করোনাময় দিন-দুনিয়া। গোটা বিশ্বে এক এবং একমাত্র আলোচনার বিষয় এই মারণ ভাইরাস। বাস্তবেই হতাশাময় হয়ে উঠছে মানুষের জীবন। তবু তারই মধ্যে এমন কিছু ঘটনা, ছবি সামনে এসে পড়ে, তাতে মন ভালো হতে বাধ্য। এরকমই এক ছবি সামনে এল সোশ্যাল মিডিয়ার দৌলতে।

ধানের খেত থেকে সমস্ত ফসল তোলা হয়ে গেলেও কিছুটা জায়গায় রয়ে গিয়েছে ধানগাছ। কেন? কারণ ওই জায়গাটিতে বাসা বানিয়েছে পাখি। আর সেই বাসাতে বেশ কয়েকটি ডিম রয়েছে। সেই ডিমগুলি যাতে নষ্ট না হয়ে যায়, যাতে পৃথিবীতে আসতে পারে নতুন প্রাণ, সেই কারণেই কৃষক সেই অংশটুকুর ধান কাটেননি। এমন মানুষও আছেন!

ছবিটিতে দেখা যাচ্ছে, ধানের খেত থেকে সমস্ত ফসল তোলা হয়ে গেলেও কিছুটা জায়গায় রয়ে গিয়েছে ধানগাছ। কেন? কারণ ওই জায়গাটিতে বাসা বানিয়েছে পাখি। আর সেই বাসাতে বেশ কয়েকটি ডিম রয়েছে। সেই ডিমগুলি যাতে নষ্ট না হয়ে যায়, যাতে পৃথিবীতে আসতে পারে নতুন প্রাণ, সেই কারণেই কৃষক সেই অংশটুকুর ধান কাটেননি।

ছবিটি দেখে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সেই মানুষটিকে। এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘কৃষক চাইলেই ধানগুলো কেটে ফেলতে পারতেন, কিন্তু মানবিক কারণে পাখির বাসার অংশের ধান না কেটে এভাবেই রেখে গিয়েছেন। অন্য প্রাণীর উপর আধিপত্য বিস্তার আমাদের শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। এক শ্রেণীর মানুষ প্রকৃতির জন্য ভালোবাসা দেখিয়ে উদাহরণ সৃষ্টি করেন। প্রকৃতির ভারসাম্য বজায় থাকুক।’

অপর একজন লিখেছেন, ‘পৃথিবীতে এখনও এমন মানুষ আছেন দেখে ভালো লাগছে। এই হিংসার পৃথিবীতে জীবজন্তুরা নিরাপদ নয়। তবে কিছু মানুষ এখনও মানুষই আছেন। তাঁরাই পশুপাখিদের রক্ষা করেন।’

সোশ্যাল মিডিয়ায় ঘুরলেও ছবিটি কোথাকার বা সেই চাষি মানুষটির পরিচয় জানা সম্ভব হয়নি।

facebook sharing button Share