বিশেষ প্রতিনিধি:
প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস দুরি করন ও সচেতন বার্তা পৌঁছে দিতে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা নিয়ে বাড়ি বাড়ি করোনা প্রতিরোধে ছুটে যাচ্ছেন চাঁদপুরের জেলার খ্যাতানামা হোমিও চিকিৎসক ডাঃ এম এইচ মোহন।
চাঁদপুর জেলা সহ শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকায় ডাঃ এম এইচ মোহন নভেল করোনা ভাইরাস লক্ষন সম্পর্কিত জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্টে লক্ষনভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা ও সচেতনমূলক পরামর্শ প্রদান করছেন বাড়ি বাড়ি গিয়ে। নিয়মিতভাবে হোমিওপ্যাথি ঔষুধ সেবন করে করোনা মোকাবিলা সম্ভব বলে তিনি জানিয়েছেন।
এছাড়া ৮ই মে- শুক্রবার সকাল ৮টা ৩০মিনিটে বাংলাদেশ_হোমিওপ্যাথি_বোর্ডএর নির্দেশক্রমে চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর উদ্যোগে ডাক্তার_যাবে_আপনার_বাড়ি একটি সেবামূলক কার্যক্রমের মাধ্যমে শাহরাস্তি উপজেলায় ফায়ার সার্ভিসের সকল সদস্যদের মধ্যে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস লক্ষন সম্পর্কিত জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্টে লক্ষনভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা ও সর্তকমূলক পরামর্শ প্রদান করেন এবং বিনামূল্যে ওষুধ, চিকিৎসা সামগ্রী বিতরন, Arsenic Album (For Immunity Growth) প্রদান করেন। মানবতার কাজে তিনি এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে ছুটে যাচ্ছেন গ্রামে, গ্রামে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেবা দিচ্ছেন।