• ঢাকা
  • সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ মে, ২০২০
সর্বশেষ আপডেট : ৮ মে, ২০২০

হাতিয়া করোনা উপসর্গ নিয়ে প্রথম মৃত্যু

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি ল্যাবের জাহানারা বেগম কলি (২৫) নামের এক নার্স করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন। হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডে শুক্রবার ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

নিহত কলি দীর্ঘদিন যাবৎ হাতিয়া কম্পিউটারাইজড ল্যাবে নার্স হিসেবে কর্মরত ছিলেন। গত ১৪ দিন তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। শুক্রবার তার ল্যাবে যোগদানের কথা ছিল।

পারিবারিক সূত্র জানায়, হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের নেছার উদ্দিনের মেয়ে কলি গত এক সপ্তাহ ধরে সামান্য সর্দি-কাশি ও গলাব্যাথায় ভুগছিলেন। শুক্রবার ভোর রাতে সেহরি খেয়ে ঘুমিয়েছে। ওই ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন জানান, কলির মধ্যে করোনার কোনো লক্ষণ ছিল না। দীর্ঘদিন তার মাথা ব্যথা ছিল। তবুও তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে। তার বাড়িটি বর্তমানে লকডাউনে রয়েছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!