নাটোর প্রতিনিধিঃ
নাটোরের আহম্মদপুরে দুটি ট্রাকের সংঘর্ষে শরিফুল ইসলাম (৩৬) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছে।
মঙ্গলবার ভোরে নাটোর সদরের ঢাকা মহাসড়কের আহম্মদপুর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল রাজশাহী জেলার বাগমারা উপজেলার মোবাইল পাড়া গ্রামের লোকমান মণ্ডলের ছেলে।
পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও এর ড্রাইভারকে আটক করতে পারেনি। পুলিশ শরিফুলের মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।