৯০ শতাংশ ধানকাটা শেষ: কৃষিমন্ত্রী

  • আপডেট: ০২:৪৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
  • ২১

অনলাইন ডেস্ক:

দেশের হাওরাঞ্চলের ৯০ শতাংশ বোরো ধান কৃষকরা কেটে ইতিমধ্যে ঘরে তুলেছেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। করোনাভাইরাস মহামারীর কারণে লকডাউনের মধ্যেই এ ধানকাটা হয়ে গেছে।

মঙ্গলবার সচিবালয় থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি হাওরের ধানাকাটা পরিস্থিতির সবশেষ চিত্র তুলে ধরেন।

কৃষিমন্ত্রী বলেন, হাওরাঞ্চলে এবার ৪ লাখ ৫৪ হাজার ৩৯৯ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছিল। এর মধ্যে ৪ লাখ ৯০৬ হেক্টর জমির ধানকাটা শেষ হয়েছে। হাওরে আবাদ হওয়া ধানের ৯০ দশমিক ০২ শতাংশ কাটা শেষ হয়েছে।

এ ছাড়া সারা দেশে আবাদ হওয়া বোরো ধানের ২৫ শতাংশ কাটা হয়েছে জানিয়ে আবদুর রাজ্জাক বলেন, জুন মাসের মাঝামাঝি দেশের সমতল ভূমির ধানকাটাও শেষ হবে বলে তারা আশা করেন।

করোনা পরিস্থিতির মাঝেও হাওরাঞ্চলের ধানকাটার কাজে সাড়ে ৩ লাখ কৃষক নিয়োজিত আছেন বলেও জানান কৃষিমন্ত্রী।

জনপ্রতিনিধি, বিভিন্ন ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা ধানকাটায় কৃষককে বিভিন্নভাবে সহযোগিতা করায় তাদের ধন্যবাদ জানান মন্ত্রী।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

৯০ শতাংশ ধানকাটা শেষ: কৃষিমন্ত্রী

আপডেট: ০২:৪৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০

অনলাইন ডেস্ক:

দেশের হাওরাঞ্চলের ৯০ শতাংশ বোরো ধান কৃষকরা কেটে ইতিমধ্যে ঘরে তুলেছেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। করোনাভাইরাস মহামারীর কারণে লকডাউনের মধ্যেই এ ধানকাটা হয়ে গেছে।

মঙ্গলবার সচিবালয় থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি হাওরের ধানাকাটা পরিস্থিতির সবশেষ চিত্র তুলে ধরেন।

কৃষিমন্ত্রী বলেন, হাওরাঞ্চলে এবার ৪ লাখ ৫৪ হাজার ৩৯৯ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছিল। এর মধ্যে ৪ লাখ ৯০৬ হেক্টর জমির ধানকাটা শেষ হয়েছে। হাওরে আবাদ হওয়া ধানের ৯০ দশমিক ০২ শতাংশ কাটা শেষ হয়েছে।

এ ছাড়া সারা দেশে আবাদ হওয়া বোরো ধানের ২৫ শতাংশ কাটা হয়েছে জানিয়ে আবদুর রাজ্জাক বলেন, জুন মাসের মাঝামাঝি দেশের সমতল ভূমির ধানকাটাও শেষ হবে বলে তারা আশা করেন।

করোনা পরিস্থিতির মাঝেও হাওরাঞ্চলের ধানকাটার কাজে সাড়ে ৩ লাখ কৃষক নিয়োজিত আছেন বলেও জানান কৃষিমন্ত্রী।

জনপ্রতিনিধি, বিভিন্ন ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা ধানকাটায় কৃষককে বিভিন্নভাবে সহযোগিতা করায় তাদের ধন্যবাদ জানান মন্ত্রী।