চাঁদপুর, রবিবার, ৩ মে:
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২ থেকে বেড়ে ৩জন হয়েছে। ফরিদগঞ্জের পূর্ব ধানুয়া গ্রামের আবুল বাসর ওরফে বাসু মিয়া (৭০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে রোববার সকালে রিপোর্ট এসেছে। গত ২৭ এপ্রিল তিনি নিজ বাড়িতে মারা যান।
মৃত্যুর পর ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার নমুনা সংগ্রহ করে।
এ ঘটনায় বৃদ্ধের বাড়ি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। রোববার মৃত ওই বৃদ্ধসহ ৩৭জনের রিপোর্ট এসেছে। অবশ্য বাকী ৩৬জনের রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে।
মৃত ওই ব্যক্তিসহ চাঁদপুর জেলায় এখন করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত চাঁদপুর থেকে সর্বমোট ৪৬৫জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। রবিবার দুপুর পর্যন্ত ৪০৯ জনের রিপোর্ট এসেছে । রিপোর্ট অপেক্ষমান আছে ৮৯টি।