অনলাইন ডেস্ক:
এপ্রিলের শেষ সপ্তাহ থেকে চলে আসা টানা বৃষ্টি আরো দুই দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় দেশের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।
এ ছাড়া শিলাবৃষ্টি ও বজ পাতের আভাসও দিয়েছে আবহাওয়া অফিস। অভ্যন্তরীণ নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে গত কয়েক দিনের টানা বৃষ্টি আরো দুই দিন অব্যাহত থাকবে। দেশের প্রায় সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। বিজলি চমকানোসহ হালকা থেকে ভারি বর্ষণ হবে।