• ঢাকা
  • রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ মে, ২০২০
সর্বশেষ আপডেট : ৩ মে, ২০২০

ঝিনাইদহে ইউনিয়ন পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি শুরু

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

ঝিনাইদহে গ্রামের নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়ন ও সাধুহাটি ইউনিয়নে এ পণ্য বিক্রি করা হয়। এসময় ৫০ টাকা কেজি দরে চিনি, ৮০ টাকা লিটার দরে সয়াবিন তেল, ৬০ টাকা কেজি দরে ছোলা, ৫০ টাকা দরে মসুর ডাল ও ১২০ টাকা কেজি দরে খেজুর বিক্রি করা হয়।

টিসিবির ডিলার মেসার্স জয় এন্টারপ্রাইজ এর স্বত্তাধীকারী ওয়াজেদ আলী বলেন, করোনার কারণে কর্মহীন হয়ে পড়া গ্রামের হতদরিদ্র মানুষের মাঝে কমমুল্যে পণ্যসামগ্রী পৌঁছে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সহযোগিতায় একেক দিন একেক ইউনিয়নে ৫’শ পরিবারকে কম মুল্যে খাদ্যসামগ্রী দেওয়া হবে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • সারা দেশ এর আরও খবর
error: Content is protected !!