শরীফুল ইসলাম:
বরিশাল থেকে মটর বাইক চালিয়ে কর্মস্থল নোয়াখালী যাচ্ছিলেন হাসান (৩৫) নামের এক যুবক। পথিমধ্যে চাঁদপুর সদরের চান্দ্রা বাজার এলাকায় বাইকটি নিয়ন্ত্রণে হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে সে গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটে শনিবার সকাল সাড়ে ১১টায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২ টায় সে মারা যায়।
নিহত হাসান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার শিলন্দিয়া গ্রামের শাহজাহান সর্দারের ছেলে। তিনি লাভইলো আইসক্রীম কোম্পানীতে বিক্রয় কর্মী হিসেবে চাকুরি করতেন।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নুরে আলম জানান, বিষয়টি চাঁদপুর মডেল থানা পুলিশকে জানানো হয়েছে। যুবকের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।