চাঁদপুর, ২ মে, শনিবার:
চাঁদপুরে নতুন করে করোনায় আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি।
শনিবার সকালে চাঁদপুরের সিভিল সার্জন অফিসে আইইডিসিআর থেকে ৭৫জনের করোনা টেস্টের রিপোর্ট এসেছে। তাদের সবার রিপোর্টই নেগেটিভ। অর্থাৎ তারা কেউ করোনায় আক্রান্ত নন। এর আগে শুক্রবার মাত্র ১জনেরে রিপোর্ট আসে। সেটিও নেগেটিভ ছিল।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত চাঁদপুর থেকে সর্বমোট নমুনা (স্যাম্পল) পাঠানো হয়েছে ৪৩২জনের। এর মধ্যে রিপোর্ট এসেছে ৩৭২জনের। রিপোর্ট অপেক্ষমান আছে ৬০টি।
আরো পড়ুন; চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে নিহত: কবর খুঁড়তে লোক না পাওয়ায় কবর খুঁড়লেন এএসপি আফজাল
এর মধ্যে ১৭জন করোনায় আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২জন মৃত ও ৫জন সুস্থ হয়েছেন। বাকী ১০জন এখনো চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসাধীন সবাই স্বাভাবিকভাবে ভালো আছেন।
এদিকে শুক্রবার রাতে চাঁদপুর আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে ফাতেমা নামে এক মহিলা মৃত্যুবরণ করেছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
শুক্রবার রাতে ওই মহিলাকে তার গ্রামের বাড়ী রাজারগাঁওয়ে দাফন করা হয়েছে।