• ঢাকা
  • মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ মে, ২০২০
সর্বশেষ আপডেট : ১ মে, ২০২০

করোনায় চলে গেলেন আরো এক পুলিশ সদস্য

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

অনলাইন ডেস্ক:

মহামারী করোনাভাইরাস প্রতিরোধের সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকালে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রাণ গেছে আরও এক পুলিশ সদস্যের। তার নাম নাজির উদ্দীন। তিনি স্পেশাল ব্রাঞ্চের প্রতিরক্ষা শাখায় সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।

পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসআই নাজির উদ্দীনের করোনা পজিটিভ ধরা পড়ে ২৫ এপ্রিল । তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

এসআই নাজিরের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাংগুরা থানার কাজিটোলা গ্রামে। তার নামাজে জানাজা আজ সকালে রাজারবাগে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে লাশ দাফন করা হবে।

উল্লেখ্য এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৪ সদস্য করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন।বৃহস্পতিবার দুজন ও বুধবার একজন মারা গেছেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!