অনলাইন ডেস্ক:
দেশের একমাত্র বেসরকারি করোনাভাইরাস টেস্ট ল্যাব নারায়ণগঞ্জের রূপগঞ্জে বুধবার দুপুরে উদ্বোধন হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক দুপুর ১২টার দিকে এ ল্যাব উদ্বোধন করবেন।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নিজস্ব অর্থায়নে ও উদ্যোগে রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে এই ল্যাব স্থাপন করেছেন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ল্যাব উদ্বোধন করবেন।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ও গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার নিজস্ব অর্থায়নে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে দেশের প্রথম এই বেসরকারি করোনাভাইরাস শনাক্তকরণ পিসিআর ল্যাব উদ্বোধন হচ্ছে।