নাটোর প্রতিনিধিঃ
নাটোরের চলনবিল ও সুনামগঞ্জের হাওড়াঞ্চলে বোরো ধান কাটার জন্য নাটোর থেকে ১৩ শ’ শ্রমিক পাঠালো জেলা পুলিশ।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার তত্বাবধানে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন স্থান থেকে শ্রমিকদের সংগ্রহ করে পুলিশের খরচে দুপুরের খাবার, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক সহ বাস যোগে তাদের পাঠিয়ে দেয়া হয় সংশ্লিষ্ট জেলায়।এর আগে প্রত্যেক শ্রমিককে থার্মাল স্ক্যানার দ্বারা পরীক্ষা করা হয়।ধান কাটা শেষে প্রত্যেক শ্রমিককে ফিরিয়ে আনা হবে বলে জানান নাটোরের পুলিশ সুপার।
তিনি শ্রমিকদরে উদ্দেশ্যে বলেন আপনারা সব সময় ছয় ফুট দরত্বে অবস্থান করবেন এবং পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলবেন।