আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ নুর আহমদ আনোয়ারী’র ফেইসবুক ওয়াল থেকে

  • আপডেট: ০৫:৩২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
  • ২৮
ওমর ফারুক টেকনাফ:
আমার প্রিয় এলাকাবাসী, আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ৷ প্রানঘাতি করোনা ভাইরাস বিশ্বকে থমকে দিয়েছে৷ বাংলাদেশে ও তার থাবা ক্রমান্বয়ে বিস্তার হচ্ছে৷ কর্মহারা গৃহবন্দি মানুষ গুলোর দুঃখ দুর্দশা ও বেড়ে চলেছে৷
আপনাদের দুঃখ বেদনা আমাকেও ব্যথিত করে৷ আমি গরীবের ঘরে জন্ম নিয়েছি, দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি৷ আপনাদের জন্য রাত দিন কাজ করে যাচ্ছি৷ কিন্তু আপনারা জানেন অত্র ইউনিয়নের জনসংখ্যা প্রায় সত্তর হাজার৷ পরিবার প্রায় সতের হাজার৷ করোনা পরিস্থিতিতে প্রথমবার বরাদ্ধ পেয়েছি সাত টন চাউল যা দশ কেজি করে সাত শত পরিবারে বিতরন করা হয়েছে৷ দ্বিতীয় বার বরাদ্ধ পেয়েছি দুইটন চাউল যা দুইশত পরিবারে বিতরন করেছি৷ সব মিলে নয়শত পরিবারের জন্য বরাদ্ধ পেয়েছি, আরো ষোল হাজার পরিবারের জন্য এখনো বরাদ্ধ আসেনি৷ ব্
র্যাক আটশত সত্তর পরিবারের তালিকা নিয়েছে৷ আমাদের চাহিদার তুলনায় প্রাপ্তি অতি সামান্য৷ তাই বন্ঞ্চিত মানুষের ক্ষোভ প্রকাশ খুবই স্বাভাবিক৷ অত্র ইউনিয়নে প্রায় সাতশত টমটম ও পাঁচশত সিএনজি চালক দেড় হাজার মৎস্যজীবি এবং একহাজার দোকানদার ব্যবসায়ী বেকার হয়ে এখন সংকটকাল অতিক্রম করছে৷ ইতিমধ্যে সরকারও বেসরকারী সংস্থাকে সকলের চাহিদার কথা জানিয়েছি৷ বরাদ্ধ পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে সাহায্য পৌছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ৷
তালিকা প্রনয়নের বিষয়ে আমার অনেক বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন৷ আসলে তালিকা চেয়ারম্যান একা করেনা৷ প্রত্যেক ওয়ার্ড মেম্বার ও মহিলা মেম্বার জনগনের সহায়তায় তালিকা করে ইউপিতে জমা দিলে চেয়ারম্যান তা সমন্বয় করে উপজেলায় প্রেরন করেন৷ বর্তমান জরুরী পরিস্থিতিতে এত তাড়াহুড়ার মধ্যে কাজ করতে হয় যে সংগৃহিত তালিকা পুংখানুপুংখ যাছাই করার সুযোগ থাকেনা৷ যে কোন জরুরী পরিস্থিতিতে এমনই হয়৷
এজন্য কুরুচিপুর্ন সমালোচনা করে কাউকে কষ্ট নাদিয়ে গঠনমুলক সমালোচনা করে সহযোগিতা করাটাই উত্তম৷ আমরা প্রতিটি পদক্ষেপে অতীতের ত্রুটি বিচ্যুতি শুধরে নিয়ে ভালো কিছু করার চেষ্টা করতে পারি৷ আসুন সবাই মিলে বিপন্ন মানুষের পাশে দাড়াই৷ আল্লাহর কাছে ক্ষমা চাই, প্রার্থনা করি৷ কারন তার সাহায্য ছাড়া কোন কাজেই সফলতা আসবেনা৷ হে আরশের মালিক, দয়ার সাগর আল্লাহ তুমি আমার এলাকা বাসীকেও করোনার মহামারি থেকে রক্ষা কর৷
Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ নুর আহমদ আনোয়ারী’র ফেইসবুক ওয়াল থেকে

আপডেট: ০৫:৩২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
ওমর ফারুক টেকনাফ:
আমার প্রিয় এলাকাবাসী, আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ৷ প্রানঘাতি করোনা ভাইরাস বিশ্বকে থমকে দিয়েছে৷ বাংলাদেশে ও তার থাবা ক্রমান্বয়ে বিস্তার হচ্ছে৷ কর্মহারা গৃহবন্দি মানুষ গুলোর দুঃখ দুর্দশা ও বেড়ে চলেছে৷
আপনাদের দুঃখ বেদনা আমাকেও ব্যথিত করে৷ আমি গরীবের ঘরে জন্ম নিয়েছি, দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি৷ আপনাদের জন্য রাত দিন কাজ করে যাচ্ছি৷ কিন্তু আপনারা জানেন অত্র ইউনিয়নের জনসংখ্যা প্রায় সত্তর হাজার৷ পরিবার প্রায় সতের হাজার৷ করোনা পরিস্থিতিতে প্রথমবার বরাদ্ধ পেয়েছি সাত টন চাউল যা দশ কেজি করে সাত শত পরিবারে বিতরন করা হয়েছে৷ দ্বিতীয় বার বরাদ্ধ পেয়েছি দুইটন চাউল যা দুইশত পরিবারে বিতরন করেছি৷ সব মিলে নয়শত পরিবারের জন্য বরাদ্ধ পেয়েছি, আরো ষোল হাজার পরিবারের জন্য এখনো বরাদ্ধ আসেনি৷ ব্
র্যাক আটশত সত্তর পরিবারের তালিকা নিয়েছে৷ আমাদের চাহিদার তুলনায় প্রাপ্তি অতি সামান্য৷ তাই বন্ঞ্চিত মানুষের ক্ষোভ প্রকাশ খুবই স্বাভাবিক৷ অত্র ইউনিয়নে প্রায় সাতশত টমটম ও পাঁচশত সিএনজি চালক দেড় হাজার মৎস্যজীবি এবং একহাজার দোকানদার ব্যবসায়ী বেকার হয়ে এখন সংকটকাল অতিক্রম করছে৷ ইতিমধ্যে সরকারও বেসরকারী সংস্থাকে সকলের চাহিদার কথা জানিয়েছি৷ বরাদ্ধ পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে সাহায্য পৌছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ৷
তালিকা প্রনয়নের বিষয়ে আমার অনেক বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন৷ আসলে তালিকা চেয়ারম্যান একা করেনা৷ প্রত্যেক ওয়ার্ড মেম্বার ও মহিলা মেম্বার জনগনের সহায়তায় তালিকা করে ইউপিতে জমা দিলে চেয়ারম্যান তা সমন্বয় করে উপজেলায় প্রেরন করেন৷ বর্তমান জরুরী পরিস্থিতিতে এত তাড়াহুড়ার মধ্যে কাজ করতে হয় যে সংগৃহিত তালিকা পুংখানুপুংখ যাছাই করার সুযোগ থাকেনা৷ যে কোন জরুরী পরিস্থিতিতে এমনই হয়৷
এজন্য কুরুচিপুর্ন সমালোচনা করে কাউকে কষ্ট নাদিয়ে গঠনমুলক সমালোচনা করে সহযোগিতা করাটাই উত্তম৷ আমরা প্রতিটি পদক্ষেপে অতীতের ত্রুটি বিচ্যুতি শুধরে নিয়ে ভালো কিছু করার চেষ্টা করতে পারি৷ আসুন সবাই মিলে বিপন্ন মানুষের পাশে দাড়াই৷ আল্লাহর কাছে ক্ষমা চাই, প্রার্থনা করি৷ কারন তার সাহায্য ছাড়া কোন কাজেই সফলতা আসবেনা৷ হে আরশের মালিক, দয়ার সাগর আল্লাহ তুমি আমার এলাকা বাসীকেও করোনার মহামারি থেকে রক্ষা কর৷