সকলকে জানাই নতুন বছররে সুভেচ্ছা এবং শুভ নববর্ষের অভিনন্দন । আবার একটা নতুন বছরের শুরু হল। ফেলে আসা বছরে আমারা অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছি, যেখানে কিছু স্মৃতি ছিল সুখের আবার কিছু স্মৃতি ছিল বেদনার। অনেকেরই আশা পুরাতন বছরের যে গুল না পাওয়া রয়ে গেছে সেগুলকে নতুন বছরে নতুন করে পাওয়া। আর এই চাওয়া পাওয়া কে ঘিরেই চলে জীবন।ফুলে ফুলে শুভাসিত হোক অনাগত দিনগুলো।
নতুন সকাল, নতুন দিন,
নতুন করে শুরু ।
ভালো কাটুক নতুন বছরের প্রতিটি দিন
যে ভালোর হয়না যেন শেষ।
শুভেচ্ছান্তে
মো. মহিউদ্দিন আল আজাদ
সম্পাদক ও প্রকাশক: নতুনেরকথা
www.notunerkotha.com