অনলাইন ডেস্ক:
চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছে ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত এসএসসি পাশ করেছে- এমন শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলা একটি সংগঠন।
আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সংগঠনটির পক্ষ থেকে ডেঙ্গু রোগীদের মাঝে ডাব ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
জানা গেছে, গত দুই মাস ধরে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রায় সহস্রাধিক ডেঙ্গু রোগীর সরকারিভাবে চিকিৎসা চললেও বেসরকারি কিংবা ব্যক্তি উদ্যোগে কেউ এগিয়ে আসেনি। এ ক্ষেত্রে সাবেক শিক্ষার্থীদের সংগঠনের চাঁদপুর ইউনিট প্রথমবারের মতো ডেঙ্গু রোগীদের পাশে দাঁড়ালো।
এ সময় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুল আজিম, সংগঠনের সদস্য আউয়াল ব্যাপারী, মাসুদ রানা, মাসুদ রনি, সুজন সাহা, সিহাবউদ্দিন, গাজী ছোটন, সাংবাদিক সাইফুল সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেঙ্গু রোগীদের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আবু নঈম দুলাল বলেন, অসুস্থদের পাশে দাঁড়িয়ে মানবিক মূল্যবোধের পরিচয় দিয়েছে ইউনিট চাঁদপুর। তাঁদের মতো অন্যরাও এভাবে এগিয়ে এলে এমন অনেক সামাজিক কাজে অবদান রাখতে পারে।
এদিকে, শুক্রবার বেলা ১১টা পর্যন্ত চাঁদপুর জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন ২৪ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন মাত্র ১১ জন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুল আজিম বলেন, জেলায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এখনো কেউ চিকিৎসাধীন অবস্থায় এই হাসপাতালে মারা যাননি।’