ছাত্রদের কর্মকাণ্ড দেখে মনে হয়, তারাই দেশটা স্বাধীন করেছে: মেজর হাফিজ

  • আপডেট: ০৪:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ২৪

ছাত্রদের কর্মকাণ্ড দেখে মনে হয়, তারাই দেশটা স্বাধীন করেছে| বিরোধী দলগুলোর ত্যাগের কোনো মূল্য নেই। বিএনপিসহ বিরোধী দলের হাজারো নেতাকর্মী জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের হিসাব কে করবে?

সোমবার (১১ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত ‘মহান ৭ নভেম্বরের আকাঙ্ক্ষা ও আজকের রাজনীতির প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন বলেন, বর্তমান সরকারের মূল দায়িত্ব সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু যে-ই ক্ষমতায় আসে, তাকেই রাবণের মতো আচরণ করতে দেখা যায়। এইছাড়াও তিনি বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে আওয়ামী ঘরানার ব্যক্তিরা ঢুকে পড়েছে বলেও মন্তব্য করেন

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ ২০ বছর ক্ষমতায় থাকতে চায় বলে মনে হচ্ছে। আমি ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করি, তবে আজীবন ক্ষমতায় থাকার কোনো চেষ্টা সফল হবে না। আওয়ামী লীগের যারা দীর্ঘদিন ধরে ক্ষমতার সুবিধা নিয়েছেন, তাদের সরানো প্রয়োজন। এই দায়িত্ব শুধু অন্তর্বর্তী সরকারের নয়, রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে।

সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, এবং সাদেক আহমেদ খান প্রমুখ বক্তব্য দেন।

Tag :
সর্বাধিক পঠিত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য মোতাহার হোসেন পাটোয়ারী’র সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম

ছাত্রদের কর্মকাণ্ড দেখে মনে হয়, তারাই দেশটা স্বাধীন করেছে: মেজর হাফিজ

আপডেট: ০৪:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

ছাত্রদের কর্মকাণ্ড দেখে মনে হয়, তারাই দেশটা স্বাধীন করেছে| বিরোধী দলগুলোর ত্যাগের কোনো মূল্য নেই। বিএনপিসহ বিরোধী দলের হাজারো নেতাকর্মী জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের হিসাব কে করবে?

সোমবার (১১ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত ‘মহান ৭ নভেম্বরের আকাঙ্ক্ষা ও আজকের রাজনীতির প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন বলেন, বর্তমান সরকারের মূল দায়িত্ব সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু যে-ই ক্ষমতায় আসে, তাকেই রাবণের মতো আচরণ করতে দেখা যায়। এইছাড়াও তিনি বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে আওয়ামী ঘরানার ব্যক্তিরা ঢুকে পড়েছে বলেও মন্তব্য করেন

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ ২০ বছর ক্ষমতায় থাকতে চায় বলে মনে হচ্ছে। আমি ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করি, তবে আজীবন ক্ষমতায় থাকার কোনো চেষ্টা সফল হবে না। আওয়ামী লীগের যারা দীর্ঘদিন ধরে ক্ষমতার সুবিধা নিয়েছেন, তাদের সরানো প্রয়োজন। এই দায়িত্ব শুধু অন্তর্বর্তী সরকারের নয়, রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে।

সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, এবং সাদেক আহমেদ খান প্রমুখ বক্তব্য দেন।