বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চাঁদপুর জেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ নভেম্বর শনিবার বিকেল ৩টায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্য বলেন,শ্রমিকদলকে সুসংগঠিত হয়ে কাজ করতে হবে। যাতে আমাদের অতীতের দীর্ঘ আন্দোলন সংগ্রাম বৃথা না যায়। আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। যাতে আমরা আগামী নির্বাচনে বিজয়ী হতে পারি। এজন্য আপনাদেরকে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে মানুষের মন জয় করতে হবে। সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। মনে রাখবেন মানুষের ভালোবাসা অর্জন করা ছাড়া কোন ক্ষমতাবানই টিকে থাকতে পারেনি। অতীতের ফ্যাসিস্ট শেখ হাসিনাও দীর্ঘ সময় জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু পারেনি।কাজেই আপনাদেরকে এখন থেকেই মানুষের কাছে যেতে হবে তাদের ভালোবাসা অর্জন করতে হবে। বিএনপি এদেশের মানুষের ক্ষমতায় বিশ্বাস করে।
তিনি আরো বলেন, ১৯ শে জুলাই নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পুলিশের গুলিতে চাঁদপুরের শ্রমিক দলের একজন নিহত হয়েছিলো। আমরা তাকে শহীদের মর্যাদা দিয়েছি। শ্রমিক দল আমাদের একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। আমরা সব সময় শ্রমিক দলের যেকোনো কর্মকান্ডে সহযোগিতা করেছি আগামীতেও আপনাদের পাশে থাকব।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। তিনি তার বক্তব্য বলেন,আজকের এই সভা প্রমান করে চাঁদপুরে শ্রমিক দল কতটা শক্তিশালী।আমরা যে দল করি সেই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করতেন।সারাদেশে আমরা শ্রমিকদের পক্ষে কাজ করতেছি।চাঁদপুর পৌরসভা অন্যায় ভাবে টাকা তোলে।চাঁদপুরে শ্রমিকরা অনেক সমস্যায় আছে।তাদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।
চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিক ও কর্মচারী সাধারণ সম্পাদক অ্যাড. এম আর মনজু, চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, চাঁদপুর পৌর বিএনপি সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান।
এছাড়াও আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ আলী খলিফা, যুগ্ম সম্পাদক আব্দুল হাই দুলাল, মো. খলিলুর রহমান হাওলাদার, চাঁদপুর সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নয়ন মাহমুদ ভূঁইয়া, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো.ছোটন বেপারী, হাইমচর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব সফিউদ্দিন স্বপন, ফরিদগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আজিম, হাজীগঞ্জ পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, শাহরাস্তি উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু সায়েম, মতলব উপজেলা শ্রমিক দলের সভাপতি বাবুল ফরাজী, মতলব পৌর শ্রমিক দলের সদস্য জাকির মোল্লা, মতলব পৌর শ্রমিক নেতা আবু সুফিয়ান, কচুয়া উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আজিজ আহমেদ মানিক প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন মোহাম্মদ আব্দুল্ল্যাহ আল নোমান।
উল্লেখ্য দীর্ঘদিন পর চাঁদপুরে শ্রমিক দলের এরকম বিশাল কর্মী সমাবেশ দেখে দলের নেতাকর্মীরা অনেকটা আনন্দিত।