প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

  • আপডেট: ০৫:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
  • ২৮

ফরিদগঞ্জ প্রতিনিধি॥
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটূক্তি করায় আব্দুল হাই (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহিদ হোসেন জানান, রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আব্দুল হাই বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা।

মামলার সূত্রে জানা গেছে, গত ২৩ জুন ফেসবুক আইডি ‘ফরিদগঞ্জের মাটি’ নামক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মানহানি (কটূক্তি) করে হত্যার হুমকিসহ স্ট্যাটাস দেয় যুবক আব্দুল হাই।

বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাজি মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী পর দিন থানায় লিখিত অভিযোগ করেন।

পরে থানা পুলিশের এসআই নুরুল ইসলামের নেতৃত্বে একটি টিম নারায়ণগঞ্জ থেকে মামলার প্রধান অভিযুক্ত আব্দুল হাইকে গ্রেফতার করে। আটককৃত আব্দুল হাইয়ের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মূলপাড়া গ্রামে। তার পিতার নাম হাফেজ আহমেদ।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিসহ স্ট্যাটাস দিলে চাঁদপুর পুলিশ সুপারের নির্দেশক্রমে ফরিদগঞ্জ থানা প্রাথমিক তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

Tag :
সর্বাধিক পঠিত

উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেয়া হবে না-রিজভী

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

আপডেট: ০৫:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধি॥
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটূক্তি করায় আব্দুল হাই (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহিদ হোসেন জানান, রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আব্দুল হাই বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা।

মামলার সূত্রে জানা গেছে, গত ২৩ জুন ফেসবুক আইডি ‘ফরিদগঞ্জের মাটি’ নামক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মানহানি (কটূক্তি) করে হত্যার হুমকিসহ স্ট্যাটাস দেয় যুবক আব্দুল হাই।

বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাজি মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী পর দিন থানায় লিখিত অভিযোগ করেন।

পরে থানা পুলিশের এসআই নুরুল ইসলামের নেতৃত্বে একটি টিম নারায়ণগঞ্জ থেকে মামলার প্রধান অভিযুক্ত আব্দুল হাইকে গ্রেফতার করে। আটককৃত আব্দুল হাইয়ের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মূলপাড়া গ্রামে। তার পিতার নাম হাফেজ আহমেদ।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিসহ স্ট্যাটাস দিলে চাঁদপুর পুলিশ সুপারের নির্দেশক্রমে ফরিদগঞ্জ থানা প্রাথমিক তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।