মহিউদ্দিন আল আজাদ:
চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মুকন্দসার পাটওয়ারী বাড়ীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-পাটওয়ারী বাড়ীর সাইফুল ইসলামের ছেলে সাইমন (৭) ও তামিম (৫)।
বাড়ীর উঠানে খেলতে ছিলো আপন দুই ভাই। আচমকা সবার অজান্তে খেলতে খেলতে পাশের পুকুরে পড়ে দুই ডুবে যাই দুই ভাই। দুই ভাইকে বাড়ীর উঠানে না দেখতে পেয়ে পুকুরে জুতা দেখে স্থানীয়রা পুকুরে নেমে দুই ভাইকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার দুই ভাইকে মৃত্যু ঘোষণা করেন।
নিহতের বাবা সাইফুল ইসলাম জানান, তিনি ঢাকায় হকারি করেন। সন্তানদের মৃত্যুর খবর শুনে ঢাকা থেকে বাড়ীতে এসেছে। তার স্ত্রী অজ্ঞান হয়ে বাড়ীর উঠানে পড়ে রয়েছে। কিছুক্ষণ পর পরই চিৎকার দিয়ে উঠছে।
রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ আবদুল হাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, ঘটনাটি শুনেছি। সেখানে এসআই ইউনুছকে প্রেরণ করা হয়েছে।