নিজস্ব প্রতিনিধি:
হাজীগঞ্জের ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার দায়িত্ব গ্রহণ করেছেন।
১৩ ফেব্রুয়ারী রবিবার বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সদ্য বিদায়ী ইউপি চেয়ারম্যান মির্জা জলিলুর রহমান দুলালের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন নব-নির্বাচিত চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার।
এসময় নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, সাবেক চেয়ারম্যান মির্জা জলিলুর রহমান দুলাল, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম প্রধানিয়া।
আলোচনা সভা শেষে বিদায়ী ইউপি চেয়ারম্যান এবং সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন নব-নির্বাচিত চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসাবে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিনি গত ৯ ডিসেম্বর জেলা প্রশাসক কার্যালয়ে শপথ গ্রহণ করেন এবং ১০ ডিসেম্বর দায়িত্বভার গ্রহণ করেন।