হাজীগঞ্জের ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন।
১৩ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সদ্য বিদায়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কবির হোসেন মিয়াজীর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন নব-নির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান। ইউপি সচিব হালিমা আক্তার নব-নির্বাচিত চেয়ারম্যানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সকাল ১১টায় নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনার আয়োজন করা হয়।
ইউনিয়ন উন্নয়ন কমিটির আহবায়ক শাহ এমরান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান।
এসময় বক্তব্য রাখেন বৃহত্তর গুলশান থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পনু, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মফিজুল ইসলাম মিলিটারী, প্রবীন আওয়ামী লীগ নেতা হাজী জামাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রোটা. জাফর আহম্মেদ মুন্সী, ইউনিয়ন যুবলীগের সভাপতি এনায়েত করিম ইসহাক, বীর মুক্তিযোদ্ধা তবদিল হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সভাপতি শাহজাহান মেলিটারী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের, ইউপি সদস্য মো. জামাল হোসেন, যুবলীগ নেতা শাহ পরান জাকির, উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক গোলাম কিবরিয়াসহ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা মোহাম্মদ উল্ল্যাহ বুলবুল।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন মাও. হেদায়েত আলকাদেরী।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসাবে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিনি গত ৯ ডিসেম্বর জেলা প্রশাসক কার্যালয়ে শপথ গ্রহণ করেন এবং ১৩ ফেব্রুয়ারী দায়িত্বভার গ্রহণ করেন।