নিজস্ব প্রতিনিধি:
হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের অবস্থিত স্বর্ণকলি হাই স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্কুল পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে চলতি শিক্ষাবর্ষের (২০২১) ষষ্ঠ থেকে দশম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, বিদ্যালয়ের পরিচালক ও শিক্ষকরা।
স্কুলের প্রধান শিক্ষক মো. মহিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে দশম শ্রেণির ফলাফল ঘোষণা করেন স্কুল পরিচালনা পর্ষদের সদস্য আকবর হোসেন মৃধা, নবম শ্রেণির আবুল হাশেম খন্দকার, অষ্টম শ্রেণির জহিরুল হক বাবুল, সপ্তম শ্রেণির মোহাম্মদ হাবীব উল্যাহ্ ও ষষ্ঠ শ্রেণির ফলাফল ঘোষণা করেন সহকারী প্রধান শিক্ষক মো. আলী আশ্রাফ।
বিদ্যালয়ের সহকারী শিক মো. শাহীন বিন সাঈদের উপস্থাপনায় অনুষ্ঠানে সহকারী শিক মো. এমরান হোসেন টিটন, মো. জসিম উদ্দিন, মো. আসাদুজ্জামান রনি, শেফালী আক্তার ও পারভীন আক্তারসহ অন্যান্য শিক, স্থানীয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, পরীার্থী ও শিার্থীরা উপস্থিত ছিলেন।