আঁখির অপারেশন সম্পন্ন ॥ দোয়া চাইলেন মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম

  • আপডেট: ১২:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৩

গাজী মহিনউদ্দিন উদ্দিন:
ব্রেন টিউমারে আক্রান্ত দরিদ্র বাবার মেয়ে আঁখি আক্তারের (১৭) অপারেশন সম্পন্ন হয়েছে। বৃস্পতিবার সকাল ৯টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ৭ঘন্টা চেষ্টা চালিয়ে বিকাল ৪টায় অপারেশন সম্পন্ন করা হয়। আঁখির সুস্থ্যতা কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন চাঁদপুর-৫ হাজীগঞ্জ শাহরাস্তি আসনের সংসদ সদস্য, নৌ পরিবহন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

ব্রেইন টিউমারে আক্রান্ত আঁখির চিকিৎসার দায়িত্ব নিয়েছে তিনি। আঁখির চিকিৎসার বিষয়ে হাসপাতালের ডাক্তারও পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তিনি।
এমপি’র প্রতিনিধি হিসেবে হাসপাতালে মেয়েটির দেখাশুনা করছেন বলাখালের বাসিন্দা ও ঢাকা মহনগর ছাত্রলীগ নেতা তসলিম আলম শিশির।
রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেন, শুধু আঁখিই নয় হাজীগঞ্জ শাহরাস্তির যেকোন অসহায় মানুষের জন্য আমার দরজা খোলা থাকবে। কেউ অপচিকিৎসায় মরবেনা। আমরা সাধ্যমতো সবাকে চিকিৎসায় সহযোগিতা করবো।

উল্লেখ্য, আঁখি হাজীগঞ্জের ৫নং সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামের তমিজ উদ্দিন মিয়াজী বাড়ির কাউসার হোসেনের মেয়ে। কাউছার হোসেন পেশায় দিনমজুর। আঁখিকে ব্রেইন টিউমারের অপারেশন করার মত সামর্থ নেই বাবা মায়ের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আঁখির বিষয়ে জানতে পেয়ে চিকিৎসার দায়িত্ব নেন মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

গত মঙ্গলবার বিকেলে বলাখালের বাসিন্দা ও ঢাকা মহনগর ছাত্রলীগ নেতা তসলিম আলম শিশিরের উপস্থিতিতে মেয়েটির বাবার সাথে মুঠোফোনের মাধ্যমে কথা বলেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। এ সময় তিনি বিস্তারিত জেনে মেয়েটির চিকিৎসার বিষয়ে আশ্বস্ত করেন। এ দিকে পর দিন অর্থাৎ ৫ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০টার দিকে মেয়েটিকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের দেখতে যান তিনি।

উল্লেখ, আখি আক্তার ৪ ভাই-বোনের মধ্যে সবার ছোট। সে হাজীগঞ্জের বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গত বছর প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ ৪.৫ পেয়ে উত্তীর্ণ হয়ে বলাখাল মুকবুল আহম্মদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে পড়ালেখা করছে।

গত কয়েক মাস আগে অসুস্থ হয়ে পড়লে প্রথমে হাজীগঞ্জ ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা জানান, আঁখি ব্রেইন টিউমারে আক্রান্ত। সেখান থেকে আঁখিকে রেফার করা হয় রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে। গত ১৬ জানুয়ারি থেকে আাখি ওই হাসপাতালের নিচতলার ১নং ওয়ার্ডের ৭নং বেডে জীবন মত্যুর সন্ধিক্ষণে রয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

হাজীগঞ্জে কিটনাশক পানে স্কুলছাত্রীর আ ত্ম হ ত্যা!

আঁখির অপারেশন সম্পন্ন ॥ দোয়া চাইলেন মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম

আপডেট: ১২:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০

গাজী মহিনউদ্দিন উদ্দিন:
ব্রেন টিউমারে আক্রান্ত দরিদ্র বাবার মেয়ে আঁখি আক্তারের (১৭) অপারেশন সম্পন্ন হয়েছে। বৃস্পতিবার সকাল ৯টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ৭ঘন্টা চেষ্টা চালিয়ে বিকাল ৪টায় অপারেশন সম্পন্ন করা হয়। আঁখির সুস্থ্যতা কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন চাঁদপুর-৫ হাজীগঞ্জ শাহরাস্তি আসনের সংসদ সদস্য, নৌ পরিবহন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

ব্রেইন টিউমারে আক্রান্ত আঁখির চিকিৎসার দায়িত্ব নিয়েছে তিনি। আঁখির চিকিৎসার বিষয়ে হাসপাতালের ডাক্তারও পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তিনি।
এমপি’র প্রতিনিধি হিসেবে হাসপাতালে মেয়েটির দেখাশুনা করছেন বলাখালের বাসিন্দা ও ঢাকা মহনগর ছাত্রলীগ নেতা তসলিম আলম শিশির।
রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেন, শুধু আঁখিই নয় হাজীগঞ্জ শাহরাস্তির যেকোন অসহায় মানুষের জন্য আমার দরজা খোলা থাকবে। কেউ অপচিকিৎসায় মরবেনা। আমরা সাধ্যমতো সবাকে চিকিৎসায় সহযোগিতা করবো।

উল্লেখ্য, আঁখি হাজীগঞ্জের ৫নং সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামের তমিজ উদ্দিন মিয়াজী বাড়ির কাউসার হোসেনের মেয়ে। কাউছার হোসেন পেশায় দিনমজুর। আঁখিকে ব্রেইন টিউমারের অপারেশন করার মত সামর্থ নেই বাবা মায়ের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আঁখির বিষয়ে জানতে পেয়ে চিকিৎসার দায়িত্ব নেন মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

গত মঙ্গলবার বিকেলে বলাখালের বাসিন্দা ও ঢাকা মহনগর ছাত্রলীগ নেতা তসলিম আলম শিশিরের উপস্থিতিতে মেয়েটির বাবার সাথে মুঠোফোনের মাধ্যমে কথা বলেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। এ সময় তিনি বিস্তারিত জেনে মেয়েটির চিকিৎসার বিষয়ে আশ্বস্ত করেন। এ দিকে পর দিন অর্থাৎ ৫ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০টার দিকে মেয়েটিকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের দেখতে যান তিনি।

উল্লেখ, আখি আক্তার ৪ ভাই-বোনের মধ্যে সবার ছোট। সে হাজীগঞ্জের বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গত বছর প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ ৪.৫ পেয়ে উত্তীর্ণ হয়ে বলাখাল মুকবুল আহম্মদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে পড়ালেখা করছে।

গত কয়েক মাস আগে অসুস্থ হয়ে পড়লে প্রথমে হাজীগঞ্জ ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা জানান, আঁখি ব্রেইন টিউমারে আক্রান্ত। সেখান থেকে আঁখিকে রেফার করা হয় রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে। গত ১৬ জানুয়ারি থেকে আাখি ওই হাসপাতালের নিচতলার ১নং ওয়ার্ডের ৭নং বেডে জীবন মত্যুর সন্ধিক্ষণে রয়েছে।