Notuner Kotha

শাহরাস্তিতে ১৭ টি পুজামন্ডপে এমপি’র অনুদান বিতরণ

মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ

শারদীয় দূর্গাপুজা উপলক্ষে শাহরাস্তির ১০টি ইউনিয়ন, ও ১টি পৌরসভায় ১৭ টি পুজামন্ডপ রয়েছে। শাহরাস্তি-হাজিগঞ্জ উপজেলার গন মানুষের নেতা, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

তিনি তার ব্যাক্তিগত তহবিল থেকে ১৭টি পুজামন্ডপের জন্য অনুদান উপজেলা পুজা উদ্ যাপন কমিটির নিকট প্রদান করলে, উপজেলা পুজা উদযাপন কমিটি শনিবার সকাল থেকে ১৭টি পুজামন্ডপে গিয়ে প্রত্যেক পুজামন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক এর হাতে এম পি’র দেওয়া অনুদান বিতরন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নিখিল মজুৃদার, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার (টুটুন) সুভাষ চন্দ্র মাধু, সঞ্জীব চন্দ্র মজুমদার, রনজীত প্রমূখ। ঘুঘুর চপ জগবন্ধু সাধুর বাড়ি পুজামন্ডপের সভাপতি ডাঃ নিমাই চন্দ্র পাল, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র দাস,ঘুঘুর চপ পালবাড়ি রাধাকৃষ্ণ পুজামন্ডপ এর সভাপতি হরে কৃষ্ণ মজুমদার, সাধারণ সম্পাদক ডাঃ বিকাশ পাল, নাহারা ভৌমিক বাড়ির পুজামন্ডপের সাধারণ সম্পাদক দীপক চন্দ্র ভৌমিক সহ প্রতিটি পুজামন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক এর হাতে এ অনুদান বিতরন করেছেন উপজেলা পুজা উদযাপন পরিষদ।
শাহরাস্তি উপজেলার ১৭টি পূজামন্ডপগুলো হলো- মেহের কালী বাড়ি পূজামন্ডপ, নিজ মেহের পালপাড়া পূজামন্ডপ, উপলতা পুরোহিত বাড়ি পূজামন্ডপ, নাহারা ভৌমিক বাড়ি পূজামন্ডপ, জগবন্ধু সাধুর বাড়ি পূজামন্ডপ, ঘুঘুর চপ পালবাড়ি পূজামন্ডপ, প্রসন্নপুর পূজামন্ডপ, নুনিয়া দত্ত বাড়ি পূজামন্ডপ, অধিকার বাড়ি পূজামন্ডপ, মজুমদার বাড়ি পূজামন্ডপ, খিতারপাড় পূজামন্ডপ, ছিখটিয়া পূজামন্ডপ, কুলশী ঠাকুরবাড়ি পূজামন্ডপ, সাহাপুর চৌধুরী বাড়ি পূজামন্ডপ, নাওড়া ঠাকুর বাড়ি পূজামন্ডপ, বর্ধণ বাড়ি পূজামন্ডপ ও ঘোষপাড়া পূজামন্ডপ।