Notuner Kotha

হাজীগঞ্জে সাংবাদিক কল্যাণ সমিতির নবাগত কমিটির দায়িত্ব গ্রহণ

প্রেস বিজ্ঞপ্তি :
হাজীগঞ্জ উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির (২০১৯-২০২১) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিগত কার্য-নির্বাহী কমিটির সভাপতি মো. মহিউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ২০ জন সদস্য উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই বিগত সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন, সমিতির নিয়মিত চাঁদা আদায়, নিয়মিত মাসিক সভা, সদস্য অর্ন্তভুক্তি অন্যান্য বিষয়ে বিশদ আলোচনার পর নব-গঠিত কার্য-নির্বাহী (২০১৯-২০২১) কমিটির সভাপতি এস.এম চিশতী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্’র নিকট দায়িত্ব বুঝিয়ে দেন, বিগত কমিটির সভাপতি মো. মহিউদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফ।

এর আগে পবিত্র কোরআন শরীফ থেকে তেলওয়াত করেন, এম আলী মুজিব। সভায় বিগত ও নব গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বক্তব্য রাখেন, নব-গঠিত কার্য-নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি কাজী হারুন অর রশিদ, সিনিয়র সদস্য জহিরুল ইসলাম লিটন, সদস্য কাজী মোরশেদ আলম, সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জয়, অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম প্রমুখ।

এ সময় নব-গঠিত কমিটির, সাংগঠনিক সম্পাদক গাজী মহিন উদ্দিন, প্রচার সম্পাদক সুজন দাস, সদস্য রেজাউল করিম নয়নসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।