Notuner Kotha

আবারো ও ব্যাকফুটে টাইগাররা

নতুনেরকথা ডেস্কঃ

সফরকারী আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে একমাত্র টেস্টে ৩৯৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা।দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান অলআউট হয় ২৬০ রানে। চতুর্থ দিনে এসে ২৩ রান যোগ করতে পেরেছে আফগান ব্যাটসম্যানরা। সব মিলিয়ে আফগানদের লিড দাঁড়িয়েছে ৩৯৭ রান।

তবে ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। দলীয় ৩০ রানে জহির খানের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন লিটন দাশ। ৩০ বরে ৯ রান করেন এই টাইগার ওপেনার। এরপর জহিরের দ্বিতীয় শিকার হন মোসাদ্দেক হোসেন। দলীয় ৫২ রানে জহির খানের বলে আফগারের তালুবন্দী হন তিনি। ১৭ বলে ১২ বান করে বিদায় নেন মোসাদ্দেক।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫২ রান করেছে বাংলাদেশ।

রবিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলায় প্রায় দুই ঘণ্টা পরে শুরু হয়। শেষ দু’টি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ।

টাইগারদের পক্ষে সাকিব আল হাসান তিনটি এবং মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান দু’টি করে উইকেট দখল করেন।

এর আগে আফগানরা নিজেদের প্রথম ইনিংসে রহমত শাহ’র সেঞ্চুরিতে ৩৪২ রান করে। তবে জবাবে ব্যাট করতে নামা স্বাগতিক বাংলাদেশ মাত্র ২০৫ রানে গুটিয়ে যায়। আর আফগানিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংনে নেমে তৃতীয় দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২৩৭ রান করেছে।