গাজী মো. মহসিন॥
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে দুই জেলের শিশু কন্যা একত্রে পানিতে ডুবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার(৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার সময় আশিকাটি ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব হোসেনপুর গ্রামের হোসেনপুর নমপাড়ার মা কালি মন্দির ও লোকনাথ আশ্রম সংলগ্ন যুবরাজ সরকার বাড়ীতে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা ঐই বাড়ীর শ্রী কৃষ্ণের ছোট মেয়ে নন্দনী সরকার (৫) ও শ্রী সঞ্জয় সরকারের বড় মেয়ে অহনা সরকার(৫)। পরিবার সুতে জানা যায় বাড়ীতে রাধা কৃষ্ণের রাধা অষ্টমী অনুষ্ঠানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ শেষে তারা খাবার খেয়ে পানিতে প্লেট ধোওয়ার জন্য দুজনে ঘরের পাশে পুকুরের ঘাটলায় গেলে পা পিছলে পড়ে যায়।কিছুক্ষন পড়ে তাদের দেহ পুকুরে ভেশে উঠলে প্রসাদ নিতে আসা প্রতিবেশীর ডাক চিৎকারে শিশু দুইটিকে উদ্ধার করে। তাৎক্ষনিক ভাবে চাঁদপুর ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়ার পর চিকৎসকরা তাদেরকে মৃতত ঘোষনা করে।
তাদের মৃত্যুতে বাবা ও মাসহ স্বজনদের আহাজারিতে সেখানকার আকাশ বাতাস ভারি হয়ে উঠে।
উল্লেখ্য, নন্দনী সরকার(৫)ও অহনা সরকার(৫) নমপাড়ার মা কালি মন্দিরের শিশু শ্রেণির ছাত্রী।
শিরোনাম:
চাঁদপুরের আশিকাটিতে পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু
Tag :
সর্বাধিক পঠিত