Notuner Kotha

মতলব দক্ষিণে ভেজাল বিরোধী অভিযান ॥ চার প্রতিষ্ঠানকে জরিমানা

মতলব প্রতিনিধি:

মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজারে ভেজার বিরোধী ও নিষিদ্ধ ঘোষিত পণ্যের খোঁজে অভিযান পরিচালনা করা হয়। গত ২৭ মে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিন এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে নারায়নপুর বাজারের বিভিন্ন মুদি দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য মজুদ ও হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ বাঘাবাড়ি ৪২ কৌটা ঘি, ক্ষতিকর রং মিশ্রিত টিউব আইচক্রিম, ভেজাল আচার ও রং মিশ্রিত চিপস জব্দ করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ দ্বারা চার প্রতিষ্ঠানকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মালামাল মতলবে এনে আগুন দিয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনাকালে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খেঅরশেদ আলম ও মতলব দক্ষিণ থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।