Notuner Kotha

বরের বয়স ৩০, কনের বয়স ১৩

স্টাফ রিপোর্টার:

বরের বয়স ৩০ আর কনের বয়স ১৩। এমন একটি বিবাহতে বাঁধা হয়ে দাঁড়ায় বেরসিক পুলিশ। অবশেষে হাজীগঞ্জ থানার ওসি আলমগির হোসেন রনির হস্তক্ষেপে বন্ধ হয়ে যায় বিদেশ ফেরত ওই যুবকের বিয়ে।

হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড আড়াখালের রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রাইফা আক্তার রক্ষা পায় বাল্য বিয়ে থেকে।
বর পার্শ্ববর্তী বিলওয়াই গ্রামের বাসিন্দা। সেই বর কয়েকদিন আগে বিদেশ থেকে দেশে এসেছে। ১৩ বছর বয়সী রাইফার পরিবার প্রবাসী বর পেয়ে তাকে বিয়ে দেয়ার জন্য দিন তারিখ ঠিক করে।
 বৃহস্পতিবার দুপুরে থানার এএসআই আমির হোসেন বাল্যবিয়ের খবর পেয়ে বিয়ের কার্যক্রম বন্ধ করে দেয়।
 সন্ধ্যায় হাজীগঞ্জ থানা অফিসারের কার্যালয়ে বর ও কনের পরিবারকে হাজির করে রাইফার প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
হাজীগঞ্জ অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, প্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে দিবেনা মর্মে কনের পরিবার মুছলেকা দিয়েছে। যদি এর মধ্যে বিয়ে হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।