Notuner Kotha

ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল জাতির জনককে হত্যা করেছিল : মাহবুব উল আলম লিপন

মোর্শেদ আলম:

১৫ আগস্ট বাঙালি জাতির শোকের দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। ৪৪ বছর আগে ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল। ১৫ আগস্ট সকালে হাজীগঞ্জ পৌরসভার উদ্যোগে ৪৪তম শোক দিবসের র‌্যালিপূর্ব আলোচনাসভায় পৌর মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন একথা বলেন।

 পৌর মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপনের নেতৃত্বে শোক র‍্যালীটি পৌরভবনের সম্মুখ থেকে শুরু হয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পুনরায় পৌরভবনের সম্মুখে এসে শেষ হয়।

শোক র‍্যালীতে অংশগ্রহণ করেন হাজীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, হাজীগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।