নিজস্ব প্রতিনিধি:
নাড়ির টানে ঈদ উদযাপন করতে গ্রামে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। শুক্রবার সকাল থেকেই চাঁদপুর লঞ্চ টার্মিনালে নৌপথে ফেরা যাত্রীদের ভিড় দেখা গেছে। নিয়মিত লঞ্চে বাইরেও অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে বিশেষ লঞ্চ চালু করার উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ।
বৈরী আবহাওয়ার মধ্যে কিছুটা দুর্ভোগ হয়েছে। এছাড়া চাঁদপুর লঞ্চঘাটে বরিশালগামী লঞ্চের জন্য শত শত যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ১৫ থেকে ২০ টি যাত্রীবাহী লঞ্চ রাজধানী সদরঘাট এবং অন্যান্য স্থান থেকে চাঁদপুর টার্মিনালে ভিড়েছে। এমন পরিস্থিতিতে ঈদের আগের দিন পর্যন্ত যাত্রীচাপ ক্রমশ বাড়তে থাকবে।
এদিকে রাজধানী ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে আসা অনেকের মধ্যে ডেঙ্গু আতংক বিরাজ করছে। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ একটু ভাগাভাগি করতে নাড়ির টানেই এসব যাত্রী বাড়ী ফিরছেন।
চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী শামীম ও ফারজানা জানান, পুরো দেশে এখন ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। তারও আপনজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটে এসেছি। আল্লাহ চায়তো ঈদ উদযাপন করে আবার কর্মস্থলে ফিরতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী জানান, রাজধানী ঢাকা থেকে চাঁদপুরে ছেড়ে সকল লঞ্চের যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ কাজ করছে। পুৃলিশের পক্ষ থেকে আলাদা ক্যাম্প রয়েছে। কারো কোন অভিযোগ থাকলে আমাদের জানালে আমরা ব্যবস্থা নিবো।
এদিকে চাঁদপুর লঞ্চঘাটে জেলা প্রশাসন, জেলা পুলিশ, নৌপুলিশ, স্বাস্থ্য বিভাগ, রোভার স্কাউটস, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস এবং পৌরসভার সমন্বয়ে লঞ্চ টার্মিনালে যাত্রীদের নিরাপত্তায় সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের সব ধরনের সেবায় আমরা প্রস্তুত রয়েছি।