Notuner Kotha

হাজীগঞ্জে নব-নির্বাচিত সাংসদকে মাধ্যমিক প্রধান শিক্ষক পরিষদের সংবর্ধনা

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে সাংসদকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করেন প্রধান শিক্ষক পরিষদের সদস্যরা।

এসময় মাধ্যমিক প্রধান শিক্ষক পরিষদের সভাপতি ও পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও টঙ্গীরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাঈল হোসেন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন টিটুর নেতৃত্বে নব-নির্বাচিত সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা প্রদানকালে ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎস্না আক্তার, বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, বলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসনসহ মাধ্যমিক প্রধান শিক্ষক পরিষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এসময় পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজেন অধ্যক্ষ মো.আবু ছাইদসহ অন্যান্য জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান মানিকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকে বিপুলে ভোটে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। এর আগে তিনি নৌকা প্রতীকে ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।