Notuner Kotha

অভিজানের সময় সরকার আপনাদেরকে সহযোগিতা করছে-সুজিত রায় নন্দী

ছবি-নতুনেরকথা।

মেঘনা নদীতে ইলিশের সংকট মোকাবেলায় চাঁদপুর জেলা মৎস্যজীবি লীগের আয়োজনে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্য সুজিত রায় নন্দী বলেন, আপনার আইনের মধ্যে থাকবেন। জাটকা নিধন করলে আপনারা প্রতিবাদ করতে হবে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ চাঁদপুর ইলিশের বাড়ি। ইলিশের কারনে সারাদেশে চাঁদপুর বিক্ষাত। দুর্নিতিবাজদের কে প্রতিহত করতে হবে।

এসময় তিনি আরো বলেন, অভিজানের সময় সরকার আপনাদেরকে সহযোগিতা করছে। ইলিশ উৎপাদনে বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে উন্ময়ন অগ্রগতি তরান্বিত হবে। আগামীতে আমরা তার নেতৃত্বে এগিয়ে যাবো।

সোমবার ১৮ সেপ্টেম্বর বিকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহসভাপতি ইঞ্জিনিয়ার আঃ রব ভুইঁয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ শাহ আলম, সাদস্য এডভোকেট বদিউজ্জামান কিরন,

জেলা মৎস্যজীবী সাধারণ সম্পাদক মানিক দেওয়ান এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি আঃ মালেক দেওয়ান, সহ-সভাপতি ওমর আলী প্রধানীয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরদার
এসময় চাঁদপুর জেলা, পৌর ও সদর উপজেলা মৎস্যজীবি লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।