Notuner Kotha

হাজীগঞ্জে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি বিষয়ক প্রশিক্ষণ

ছবি-নতুনেরকথা।

চাঁদপুরের হাজীগঞ্জে প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জুন) হাজীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কক্ষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ শাহীন মিয়ার সভাপতিত্বে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

গোগরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয় প্রশিক্ষণটি।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।

এ সময় তিনি বলেন, দুধ একটি আর্দশ খাবার। শিশুদের মেধা বিকাশে দুধ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সরকার শিশুদের মেধা বিকাশের জন্য পাইলট প্রকল্প হিসেবে বেছে নিয়েছে। সারাদেশে তিনশত উপজেলায় একটি করে প্রাইমারি স্কুলের নাম নেয় হয়। তার মধ্যে হাজীগঞ্জ উপজেলা গোগরা প্রাথমিক বিদ্যালয়ের নাম আসে। সরকার ঐ স্কুলের সকল ছাত্র-ছাত্রীদেরকে প্রতিদিন ২০০ মিলি করে দুধ খাওয়ানোর প্রকল্প হাতে নেয় যা হাজীগঞ্জের জন্য গৌরবময়।

অনুষ্ঠানে হাজীগঞ্জের গোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রীদের প্রতিদি