Notuner Kotha

চাঁদপুরে নোংরা ফুসকার কারখানা বন্ধ করে দিয়েছে ভোক্তা অধিকার

ছবি-নতুনেরকথা।

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুসকা তৈরী করার কারণে কারখানা বন্ধ করে দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর। একই সাথে কারখানার মালিক মো. মনিরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২ মে) বিকেলে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ শহরের বড় স্টেশন মো. মনিরের মালিকানাধীন ফুসকার কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার ছোট কারখানায় পাওয়া গেল পোড়া তেল। তার মধ্যে তেলাপোকা, খোলা টয়লেট, কর্মীদের পোশাকের অবস্থা খারাপ, ফুসকা পায়ের তলায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ। যে কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৭ হাজার টাকা জরিমানা এবং কারখানাটি সাময়িক বন্ধ করে দেয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।