প্রবীণ আওয়ামী লীগ নেতা, সংগঠক রোটা. আলী আশ্রাফ দুলালের দাফন সম্পন্ন

  • আপডেট: ০১:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
  • ৪১

হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কার্যকরি সভাপতি, উপজেলা পুলিশিং কমিটির প্রধান সমন্বয়ক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, রোটারী ক্লাব অব হাজীগঞ্জের সাবেক সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন এর উপজেলা শাখার সাবেক সভাপতি রোটা. আলী আশ্রাফ দুলালের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় নিজ বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে তিনি মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা তিনটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের মিয়া বাড়ির চাঁন মিয়া মাস্টারের ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ দিন সকালে জানাযা অনুষ্ঠানে মরহুম রোটা. আলী আশ্রাফ দুলালের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ মো. নাছির উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধ আবু নঈম পাটওয়ারী দুলাল, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দসহ বিশিষ্টজন।

এরপর মরহুমের কপিনে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ হাজীগঞ্জ প্রেসক্লাব, উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতি, রিপোর্টাস ইউনিটি, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় মরহুমের নিকট আত্মীয়-স্বজন, দলীয়সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রোটা. আলী আশ্রাফ দুলাল গত এক বছর যাবৎ কিডনী ও ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম, হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।

এছাড়াও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান, হাজীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমনসহ অন্যান্য জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল, হাজীগঞ্জ প্রেসক্লাব, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি, রিপোর্টাস ইউনিটি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, রোটা. আলী আশ্রাফ দুলাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে রাজধানীতে ব্যবসার সাথে সম্পৃক্ত হন। তিনি ১৯৯৫ সালে হাজীগঞ্জ থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক হাজীগঞ্জ’ পত্রিকার প্রথম সংখ্যা থেকে নির্বাহী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৯৬ সালের ১৫ মে ‘হাজীগঞ্জ প্রেসক্লাব’ প্রতিষ্ঠাকালে তিনি কার্যকরি সভাপতির পদে দায়িত্ব পালন করেন। তিনি পাঞ্চায়েত কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

স্বামীর ঋণের টাকা নিয়ে ২ সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধু

প্রবীণ আওয়ামী লীগ নেতা, সংগঠক রোটা. আলী আশ্রাফ দুলালের দাফন সম্পন্ন

আপডেট: ০১:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কার্যকরি সভাপতি, উপজেলা পুলিশিং কমিটির প্রধান সমন্বয়ক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, রোটারী ক্লাব অব হাজীগঞ্জের সাবেক সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন এর উপজেলা শাখার সাবেক সভাপতি রোটা. আলী আশ্রাফ দুলালের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় নিজ বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে তিনি মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা তিনটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের মিয়া বাড়ির চাঁন মিয়া মাস্টারের ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ দিন সকালে জানাযা অনুষ্ঠানে মরহুম রোটা. আলী আশ্রাফ দুলালের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ মো. নাছির উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধ আবু নঈম পাটওয়ারী দুলাল, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দসহ বিশিষ্টজন।

এরপর মরহুমের কপিনে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ হাজীগঞ্জ প্রেসক্লাব, উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতি, রিপোর্টাস ইউনিটি, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় মরহুমের নিকট আত্মীয়-স্বজন, দলীয়সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রোটা. আলী আশ্রাফ দুলাল গত এক বছর যাবৎ কিডনী ও ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম, হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।

এছাড়াও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান, হাজীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমনসহ অন্যান্য জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল, হাজীগঞ্জ প্রেসক্লাব, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি, রিপোর্টাস ইউনিটি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, রোটা. আলী আশ্রাফ দুলাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে রাজধানীতে ব্যবসার সাথে সম্পৃক্ত হন। তিনি ১৯৯৫ সালে হাজীগঞ্জ থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক হাজীগঞ্জ’ পত্রিকার প্রথম সংখ্যা থেকে নির্বাহী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৯৬ সালের ১৫ মে ‘হাজীগঞ্জ প্রেসক্লাব’ প্রতিষ্ঠাকালে তিনি কার্যকরি সভাপতির পদে দায়িত্ব পালন করেন। তিনি পাঞ্চায়েত কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।