Notuner Kotha

দৈনিক চাঁদপুর প্রবাহের ১৮ বছর পূর্তি উপলক্ষে মতলব দক্ষিণে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত

মতলব প্রতিনিধি:

চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর প্রবাহের ১৮ বছর পূর্তি ও ১৯ বছরে পদার্পণ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা এবং পত্রিকার প্রতিষ্ঠাতা মরহুম একেএম শফিক উল্যা সরকারের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল ২৪ জুলাই বুধবার মতলব দক্ষিণ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম, আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক বিন জামান, রোটারী ক্লাব অব মতলবের সভাপতি ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন।
মতলব পৌরসভার কাউন্সিলর ও বিশিষ্ট্য ব্যবসায়ী আলহাজ্ব ওয়াহিদুজ্জামান মৃধার (অহিদ) সভাপতিত্বে এবং দৈনিক চাঁদপুর প্রবাহের মতলব দক্ষিণ প্রতিনিধি গোলাম হায়দার মোল্লার পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, মতলব কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, জেলা যুবলীগের সদস্য বাদল নন্দী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক উত্তম কুমার ঘোষ, মতলব প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান গোলাম সারওয়ার সেলিম, সিনিয়র সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক রোটারিয়ান শ্যামল চন্দ্র দাস, দৈনিক ইলসেপাড় মতলব দক্ষিণ ব্যুরো ইনচার্জ মাহফুজ মল্লিক, দৈনিক চাঁদপুর কণ্ঠের ব্যুরো ইনচার্জ রেদওয়ান আহমেদ জাকির, মতলব প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কামাল দেওয়ান প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আইসিডিডিআর’বির ফিল্ড অফিসার সাদেকুজ্জামান কাঞ্চন মোল্লা। মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা মোজ্জামেল। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষকা অফিসার আব্দুর রহিম খান, শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর সরকার, মুক্তিযোদ্ধা বিভুতি মজুমদার, মতলব ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, মতলব পৌর যুবলীগের সিনিয়র সহ সভাপতি রিপন পাটোয়ারী, মতলব প্রেসক্লাবের সহ-সভাপতি নিমাই চন্দ্র ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, প্রচার সম্পাদক আব্দুল মান্নান খান, ক্রীড়া সম্পাদক শিব সংকর দাস, বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু সাঈদ, আ’লীগ নেতা সিরাজ প্রধান, উপজেলা প্রকল্প অফিসের সহকারী হিসাব রক্ষক আজিজুল হক, ইউপি সদস্য এনায়েত উল্ল্যাহসহ সাংবাদিক, সুধি সমাজ ও স্কাউটের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।