নিজম্ব প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসাবে পুরস্কৃত হলেন, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. ইউনুস মিয়া। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মিলন মাহমুদের কাছ থেকে পুরস্কার সরূপ তিনি তাঁর সম্মামনা ক্রেস্ট গ্রহণ করেন।
জানা গেছে, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত হয়ে জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক নির্বাচিত হয়েছেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুস মিয়া। তিনি তাঁর কর্মদক্ষতার সাথে অক্টোবর-২০২২ইং মাসে জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হন।
এক প্রতিক্রিয়ায় উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুস মিয়া ভবিষ্যতে তার দায়িত্ব পালনকালীন সময়ে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।