Notuner Kotha

হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও সাংসদের অনুদান প্রদান

মিঠুন দাস:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ শাখার উদ্যোগে উপজেলার ২৯টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন। এ সময় স্থানীয় সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির প্রদত্ত অনুদান প্রদান করেন। সপ্তমী পূজার দিন রবিবার উপজেলার পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রোটা. রুহিদাস বনিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ সাহা মনা, সহ-সভাপতি সঞ্জয় কর্মকার, উপদেষ্টা ও সাবেক ৫নং পৌরসভাপ ওয়ার্ড কাউন্সিলার প্রবীর চন্দ্র সাহা ফটিক, সহ-সভাপতি বিশু সাহা, সংগঠনিক সম্পাদক মিহির লাল, দপ্তর সম্পাদক সুজন দাস, এই সময়য়ে বিভিন্ন পূজা মন্ডপে ভক্তদের সাথে শারদীয় শুভেচ্ছ বিনিময় ও বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। জামিনী কান্ত কবিরাজ বাড়ী, মুকুন্দসার সূত্রধার বাড়ী, সূর্য্যমনি সরকার বাড়ী চেঙ্গাতলী বাজার, বিবি রায় চৌধুরী বাড়ি, বাকিলা মাখন লাল মন্ডল বাড়ী, ৫নং হাজীগঞ্জ সদরে একটি পূজা মন্ডপ উচ্চঙ্গা শ্রী শ্রী জয়রাম মন্দির বেপারী বাড়ী, ত্রিশূল সংঘ হাজীগঞ্জ পৌর মহাশ্মশান, বলাখালে বলাখাল চৌধুরী বাড়ী, শীল বাড়ী, পূজা মন্ডপ পরিদর্শন করেন নেতৃবৃন্দ। দুর্গা পূজা উপলক্ষে হাজীগঞ্জের গ্রাম-গঞ্জে যেন আনন্দের ঝর্ণা ধারা ও উৎসবে পূজার সপ্তম দিনে মখূরীত ছিলো। উল্লেখ্য, এ বছর হাজীগঞ্জে ২৯ টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।